নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:

লোকসভার দামামা বেজে গিয়েছে। প্রচার প্রসারে কমতি নেই শাসক বিরোধী দুই শিবিরই। ভোটের আগেই নিজেদের রণকৌশল ঠিক করে দল গোছাতে ব্যস্ত প্রার্থীরা। দলকে শক্তশালী করে বিরোধীদের টেক্কা দেওয়ার নিরিখে এবার কয়েক ধাপ এগিয়ে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।এবার তাঁর হাত ধরে নির্দল পঞ্চায়েত বিশ্বজিৎ কর্মকার সহ শতাধিক গেরুয়া শিবিরে যোগদান করলেন।বেশকিছু গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় তিন শতাধিক মানুষ যোগদান করলো পদ্ম শিবিরে। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় তিন শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত সহ একাধিক নেতৃত্বগনেরা।
যোগদানকারী বিশ্বজিৎ কর্মকার জানান, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হল ভারতীয় জনতা পার্টি। আমাকে জায়গা দিয়েছে মানুষের কাজ করার জন্য। আমি মানুষের কাজ করতে চাই। তাই বিজেপির সাথে যুক্ত হয়ে আগামী দিনে মেদিনীপুর কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্র বলেন, মেদিনীপুর জেলায় অনেক তৃণমূল কর্মী মুখিয়ে রয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। শাসক দল ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে তাই তারা ভয়ে যোগ দিতে পারছে না। সেই সঙ্গে সাধারণ মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল করতে চাইছেন কেন ভোটের আগে। সন্দেশখালি মহিলাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন না, অথচ কোথাও কিছু ঘটনা বললে বলছে বাড়ির মহিলারা এগিয়ে এসো। নির্লজ্জ মুখ্যমন্ত্রী! আসলে ওনার তো লজ্জা নেই। এইভাবে বেশি দিন চলতে পারেনা মানুষ ঠিক সময় জবাব দেবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *