নিজস্ব প্রতিনিধি,কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত “বাংলা সঙ্গীত মেলায়” অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতালেন অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র চন্দ্রচূড় “গান ভালোবেসে গান” মঞ্চে নিজের ঘরানা থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে এসে বিখ্যাত ব্যান্ডের গান “পৃথিবীটা নাকি ছোট হতে হতে” এবং চলচ্চিত্রের গান “মন মাঝি রে” এই দুটি গানের ম্যাসআপ করে গাইলেন। দর্শকরা চন্দ্রচূড় গোস্বামীর সুরেলা কণ্ঠে সঙ্গীত উপভোগ করার পাশাপাশি আগামী দিনে আরো অনেক গান শুনতে চাওয়ার আবেদন জানান । রাজনীতির বাইরে মেধাবী ছাত্র ও বিশিষ্ঠ ব্যাডমিন্টন খেলোয়াড় চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য “খেলার মাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যদি মানুষে মানুষে এবং রাজনৈতিক দল গুলির মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে সাহায্য করে তাহলে আরো বেশি করে এই রকম শুভ উদ্যোগ নেওয়া উচিৎ । খেলার মাঠ ও সাংস্কৃতিক জগতের সাথে কখনোই প্রত্যক্ষ রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিৎ নয় ।” বিপরীত রাজনৈতিক দলের অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আগামী দিনে একটি অভিনব “সঙ্গীত ব্যান্ড গ্রুপ” বানানোর ইচ্ছাও প্রকাশ করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী ।*

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *