সংবাদদাতা, খানাকুল: অনির্দিষ্টকালের জন্য বন্ধ খানাকুলে বাস পরিষেবা, সমস্যায় সাধারণ মানুষজন। জানা গেছে থেকে আজ থেকে গনেশপুর ও গড়েরঘাট থেকে আরামবাগ, তারকেশ্বর রুটের সমস্ত বাস বন্ধ অনির্দিষ্টকালের জন্য। এই নিয়ে চরম দুর্ভোগকে সাধারণ মানুষজন। খানাকুলের বিভিন্ন এলাকায় রাস্তায় দেখা গেল মানুষজনকে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে, বাস না পেয়ে গন্তব্যে না গিয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। এক পথযাত্রী বলেন আমি আরামবাগে ডাক্তার দেখাতে যাবো কিন্তু বাস বন্ধ ডাক্তার দেখাতে যেতে পারছিনা এমনকি অনেকেই ফিরে যাচ্ছেন তাই অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বাস পরিষেবা চালু করা হোক এবং প্রশাসন এদিকে দৃষ্টিপাত করুক। তবে খানাকুলের এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবার কারণে সমস্যায় পথযাত্রীরা।এই প্রসঙ্গে বাসের ড্রাইভারদের প্রশ্ন করা হলে তারা বলেন গতকাল রামনগর এলাকায় একটি টোটোর সাথে আমাদের একটি বাসের ঝামেলা হয়, টোটো ওয়ালা স্থানীয় হওয়ার কারণে আমাদের বাসে চলককে ব্যাপকভাবে মারধর করে গুরুতর আহত হয় আমাদের ওই বাসচালক। ফলে তারই প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের মূলত দাবি আমাদের যে বাসে চালক বা বাসের কর্মীদের গায়ে কোনো ভাবে হাত দেওয়া যাবে না, পাশাপাশি এই রুটে টোটোর দৌরাত্ম্য প্রচুর বেড়েছে সেই কারণে আমাদের ঠিকমতো প্যাসেঞ্জার হচ্ছে না। ফলে বাসের মালিক আমাদের ঠিকমত মাইনে দিতে পারছে না। অর্থাৎ টোটো চলুক আমাদের অসুবিধা নেই কিন্তু আমাদের দাবি যেই রুটে বাস চলে না সেই রুটে টোটো চলুক কিন্তু আমাদের রুটের প্যাসেঞ্জারকে যদি টোটো বালাটা নিয়ে চলে যায় সে ক্ষেত্রে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই প্রশাসন এদিকটা নজর দিয়ে যদি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ যদি না করে এই বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রশাসন যদি এই সমস্যার সমাধান দ্রুত করে তাহলে আমরা দ্রুত আবার বাস পরিষেবা চালু করে দেব।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *