অনুষ্ঠিত হল’রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথন

নিজস্ব প্রতিনিধি: এবার ২৩ জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের পুণ্য লগ্নে শহরের জংশন মল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথনের ।
দুর্গাপুর লায়ন্স ক্লাব ও জাংশন মলের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতায় প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশ নেন ।পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে শুধু পশ্চিম বর্ধমান নয়, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খন্ড থেকেও প্রতিযোগীরা অংশ নেন। ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করে দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চ্যাটার্জিও।
প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বিজয় কুমার সিং,সঞ্জিত কুমার শর্মা ও শুভদীপ গড়াই ।
এদিনের অনুষ্ঠান উপলক্ষে লায়ন্স ক্লাবের দুর্গাপুর শাখার চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জি জানান, “এই ম্যারাথন প্রতিযোগিতায় ৫০০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। মূলত ডায়বেটিস সম্পর্কে মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যায় জংশন মলের তরফে অরিজিৎ চট্টোপাধ্যায় জানান, মধুমেহ বা ডায়াবেটিস সুস্থ জীবনের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে এই ম্যারাথন দৌড় সফল করতে মোহনবাগান ফ্যান ক্লাবের মতো শিল্পাঞ্চলের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের তরফে সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি, অজিত মালাকার ,সন্দীপ সোম প্রমুখ।