সঙ্কেত ডেস্ক: ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল বিধানসভায় মঙ্গলবার পেশ করা হয় অপরাজিতা বিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরায় বিধানসভায় আজ আইনমন্ত্রী বলয় ঘটক পেশ করেন এই বিল। আরজি করে নির্যাতিতা তরুণীর পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
বিল পেশের সময় মুখ্যমন্ত্রী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী/ অর্ধেক তার নর’। এই বিল নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই বিলে আমরা ধর্ষণে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছি। এটা সমাজের একটা অভিশাপ। সমাজ সংস্কার করার প্রয়োজন রয়েছে।’
এর পর বিজেপি বিধায়কদের উদ্দেশে মমতা বলেন, ‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। ইতিহাস গড়লাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ দাবি করছি।’
বিধানসভা এভাবে কোনও ফৌজদারি আইন আনতে পারে কি না, তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। এনিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ”কেউ কেউ বলছে, আমরা আইন করতে পারি না। এটা সর্বৈব মিথ্যা। রাজ্য চাইলে আইন আনতেই পারে। সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে। অন্ধ্র এনেছে। মহারাষ্ট্রে আনছে। আমাদের এখানে এই আইন রাজ্যপালের কাছে পাঠাচ্ছি। তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালকে বলুন এই বিলে স্বাক্ষর করে দিতে। তারপর যদিও এই বিল কার্যকর করা না হয়, তার দিকে নজর সরকার দেবে। এই বিল মেয়েদের অধিকার রক্ষার বিল বলে জানান মুখ্যমন্ত্রী।

পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে এই রাজ্যে ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট রয়েছে। সেই সঙ্গে মহিলাদের জন্যও কোর্ট রয়েছে। মহিলাদের উপর অত্যাচার হলে যাতে তাঁরা শিগগিরই বিচার পান, সেদিকে নজর রাখে এই আদালতগুলি। দেশের মধ্যে ফার্স্ট ট্র্যাক কোর্টে এ রাজ্যের অবস্থান ত এমনই জানান মুখ্যমন্ত্রী।পাশাপাশি এই বিলে দোষীদের কঠোর শাস্তির কথা বলা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মানবতার বিরুদ্ধে একটি বড় অভিশাপ হল ধর্ষণ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *