সঙ্কেত ডেস্ক:আরজি করে জুনিয়র মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের (RG Kar Doctor Rape and Murder) ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এই অভিযোগ তুলে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করল BJP-র ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ বা ABVP। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়। সিটি সেন্টারে জমায়েত করে স্বাস্থ্যভবনের অভিমুখে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা।
মিছিল শুরুর পর কিছুটা যেতেই আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের। স্বাস্থ্যভবন থেকে প্রায় ২ কিলোমিটার দূরের ইন্দিরা ভবনের কাছে তাঁদের আটকে দেওয়া হয়। প্রবল বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করেন। তার কিছুক্ষণ পরেই ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশ তাঁদের আটকালে ফের শুরু হয় তুমুল উত্তেজনা।বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ করেছে। যদিও পুলিশের পালটা অভিযোগ, অবরোধ ওঠাতে গেলে বিক্ষোভকারীরা ইট ছুড়তে শুরু করেন।পুলিশ এবং র্যাফের সঙ্গে বাঁধে ধ্বস্তাধস্তি। টেনে হিঁচড়ে সরানো হল বিক্ষোভকারীদের। ABVP-র কর্মী সমর্থকদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গিয়েছে পুলিশ বাহিনীক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ABVP- স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়।
এদিকে মঙ্গলবারই লালবাজার অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। যদিও লালবাজার পৌঁছনোর অনেক আগেই তাঁদের আটকে দেওয়া হয়।