নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
সপরিবারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে বাইরে গিয়েছিলেন। অনুষ্ঠান বাড়ি সেরে বাড়ি ফিরতেই গৃহকর্তা সহ পরিবারের সকল সদস্যের চক্ষু চড়কগাছ!বাড়িতে কেউ না থাকার সুবাদে, সুযোগ বুঝে জানলার গ্রিল ভেঙে ঘরের জিনিসপত্র নিয়ে গিয়েছে চোরের দল।
রবিবার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের তোলাপাড়ার সুকান্তপল্লি এলাকায়।
গৃহকর্তা নীলকমল ভট্ট জানান,বৃহস্পতিবার তাঁরা সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রবিবার সকালে বাড়ি ফিরেই সকলের মাথায় হাত পড়ে যায়।
একটি ঘরের জানালা ভাঙা দেখেই তড়িৎ গতিতে বুঝে যান সর্বনাশ হয়ে গিয়েছে।
গৃহকর্তার অনুমান ,জানলার গ্রিলের একটা অংশ ভেঙে বাড়ির সর্বস্ব চুরি করে নিয়ে গেছে চোরের দল।অভিযোগ, চোরেরা আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা ১৫ ভরির রুপোর গয়না এবং প্রায় আট লক্ষ টাকার সোনার গয়না সব নিয়ে গেছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়।
ভট্ট পরিবারের আরেক সদস্যা জানিয়েছেন, আলমারি ভেঙে সোনাদানা সর্বস্ব তো নিয়ে গেছেই এমনকি রান্না ঘরে সর্ষে তেলের বোতল,200 গ্রাম পোস্তর প্যাকেট এবং ফ্রিজে থাকা মিষ্টি চকলেট সব সাবাড় করেছে চোরের দল। ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করে চোরদের পাকড়াও করার দাবি জানিয়েছেন ভট্ট পরিবার।