নিজস্ব প্রতিনিধিঃ অবৈধ পুকুর ভারতের ঘটনা গিরে চাঞ্চল্য ছাড়াল আসানসোল পৌর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর আসানসোল জেলা হাসপাতালের সামনে পানিট্যাংকি এলাকায় অবৈধ ভাবে পুকুরের আসে পাশে ভরাটের কাজ চালানো হচ্ছে।যদিও আসানসোল পৌর নিগমের এমআইসি গুরুদাস চ্যাটার্জী বলেন বিষয়টি নিয়ে খবর এসেছিলো, তৎক্ষণাৎ বিএলআরও দপ্তর কে বিষয় টি জানিয়েছি।এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে।তবে পুকুর ভরাট কখনই করা যাবেনা।মুখমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে পুকুর ভরাট করা যাবে না।তবে এই বিষয়ে বিরোধী কাউন্সিলার তথা বিজেপি নেত্রী চৈতালি তেওয়াড়ি বলেন আসানসোল পৌর নিগম পুরোপুরি দুর্নীতিতে চলছে। সাধারণ গরীব মানুষদের কথা ভাবার সময় নেই।আমরা অনেক চিঠি দিয়েছি অনেক আন্দোলন করেছি।তাঁদের কোনো কর্ণপাত নেই আমাদের শহর আসানসোল বাঁচাতে বৃহত্তর আন্দোলনে নামবো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *