নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:- এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো অযোধ্যা পাহাড় এলাকায়। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিদ্যাজারা গ্রামে। সূত্র মারফত জানা যায়, ওইদিন বিদ্যাজারা গ্রামের নাবালিকা নিজ বাড়ির গবাদি পশু চারণে গ্রামের অদূরের জঙ্গলে যায়। সেখানে একটি মোটরসাইকেলে চেপে তিন জন যুবক পৌঁছে, নাবালিকাকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে বাঘমুণ্ডি থানায় অভিযোগ করেন নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাত্রেই তিন যুবকের বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে বাঘমুণ্ডি থানার পুলিশ। অভিযুক্তরা হলো ঝাড়খণ্ডের নিমডি থানার ঝিমরি গ্রামের বাসিন্দা মন্টু মাহাতো, বাঘমুণ্ডি থানার ভুচুংডি গ্রামের রাহুল পরামানিক, বাঘমুণ্ডির শ্রীরামপুরের বাসিন্দা যুবরাজ মাহাতো। মঙ্গলবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।