নিজস্ব প্রতিনিধি: প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই সারা দেশের সাথে পাল্লা দিয়ে আসানসোল শিল্পাঞ্চলের নানান প্রান্তে,মন্দির চত্ত্বরে উচ্ছ্বাস।অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শিল্পাঞ্চলের নানান প্রান্তে চলছে পুজো প্রসাদ বিতরণ।
রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে আসানসোল শিল্পাঞ্চলের নানা অনুষ্ঠানের মাঝে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান।রাস্তায় রাস্তায় প্রসাদ বিতরণ। সভা, মন্দিরের বিভিন্ন পুজোয় অংশগ্রহণ।বুধা সরস্বতী মন্দির প্রাঙ্গনে অযোধ্যায় প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা পূর্ণলয়ে মাহা হোম যোগ্য। সেখানেও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
উল্লেখ্য,৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে আজ অযোধ্যার রামমন্দিরে রামের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’। বিশেষ ওই সময়টুকুর নাম ‘অভিজিৎ মুহূর্ত’। ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য বেছে নেওয়া হয়েছে আজ সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে। পবিত্র এই মুহূর্ত চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী।
শুধু অযোধ্যা জুড়েই নয় এই মুহূর্তে শুধুই রাম, রাম রাম ধ্বনি শিল্পাঞ্চলের গোটা শহরে কয়েক শো মাইকে বাড়ছে রামনাম।
অযোধ্যাযর সাথে সাথে আসানসোলেও আজ ঘরে ঘরে রাম পুজো হবে। প্রধানমন্ত্রী যখন নতুন রাম মন্দির উদ্বোধন করবেন এবং তখন অযোধ্যার সাথে সাথে সারা দেশেই বহু ঘরেই চলবে রামপুজো, রামগান।