দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- অযোধ্যা পাহাড়ের বামনী ফলস এর ঝর্ণা দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা পর্যটক। ওই পর্যটককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন গ্রামসভার সদস্যরা। বসন্তে এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যটকে জমজমাট। শনিবার পাহাড়ে কলকাতা থেকে বেড়াতে এসে বামনী ফলসে নেমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা । তার পরিবারের কাছে কোনো উপায় ছিল না যে অসুস্থ মহিলাকে উদ্ধার করে সিঁড়ি বেয়ে ওপরে তুলে নিয়ে আসার। পরে সেই খবরটি গ্রামসভার সদস্যদের কানে পৌঁছায়। তৎক্ষণাৎ তারা বামনী ফলস এর নিচে গিয়ে ওই অসুস্থ মহিলাকে উদ্ধার করে ওপরে তুলে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেন। কিছুক্ষন পরে মহিলা সুস্থতা অনুভব করলে সেখান থেকে পরিবারের সাথে ফিরে যান।গ্রামসভার এহেন কাজকে প্রশংসা করেছেন বেড়াতে আসা পর্যটকরা। গ্রামসভার সক্রিয় সদস্য ধীরেন চড়ে জানান, ” প্রখর রোদ্দুরে বামনী ফলসে নেমে অসুস্থ হয়েছিলেন বেড়াতে আসা এক মহিলা পর্যটক। আমাদের বাড়ুয়াজারা, দুলগুবেড়া ও বাঁধঘুঁটু গ্রামসভার চার জন সদস্য তাকে উদ্ধার করেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন, ফিরে গেছেন পরিবারের সাথে।”
বিপদের সময় মানুষের পাশে থাকায় গ্রামসভার কাজ বলে জানান তিনি।