সঙ্কেত ডেস্ক:প্রতীক্ষার সেই মুহূ্র্ত শেষমেশ হাজির! নির্দিষ্ট তিথি, সময়কাল মেনে অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পর্ব চলে রামলালা বিগ্রহের। প্রথমবার রাজবেশে শ্রীরামচন্দ্রের বাল্যকালের আদলে তৈরি মূর্তির ছবি সামনে এল। এদিকে, নির্দিষ্ট তিথি মেনে অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হল রামলালার মূর্তি।২২ জানুয়ারি সকাল থেকেই রামমন্দিরে শুরু হয় রামলালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব। সেখানে অংশ নেন দেশের প্রধানমন্তরী নরেন্দ্র মোদী।দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজেই।তারপর রামলালার মূর্তির নীচে বসে চূড়ান্ত রীতিনীতি এবং আচার পালন শুরু করেন। হাতে পদ্মফুল নিয়ে মন্ত্রোচ্চারণ করতে থাকেন। গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য়পাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারী।রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে রামলালার মূর্তির আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রামলালার মূর্তির আবরণ উন্মোচন হতেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনার চপার। অযোধ্যার মন্দির প্রাঙ্গনে পুষ্পবৃষ্টি শুরু করে ভারতীয় বায়ুসেনার চপার।অনুষ্ঠানের পর সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল মোদির।

অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী জানালেন কয়েক শতাব্দীর প্রতীক্ষার পর রাম এসে গিয়েছে। দেশের আত্মার সঙ্গে জড়িয়ে রাম।এই ঐশ্বরিক কর্মসূচির অংশ হতে পেরে আমার বড় আনন্দ। নরেন্দ্র মোদী বলেন, “ঈশ্বরচেতনার সাক্ষী থেকে এই সভায় এলাম। অনেক কিছু বলার ছিল। কিন্তু গলা ধরে আসছে। আমাদের রাম এখন তাঁবুতে থাকবে না। মন্দিরে থাকবে। এই বিশ্বাস, এই অনুভূতি সব রামভক্তদের হচ্ছে। এই দিন খুবই গুরুত্বপূর্ণ। ২২ জানুয়ারি, ২০২৪-এর ভোর নতুন আভা নিয়ে এসেছে।”
এদিন প্রধানমন্ত্রী বলেন, “আজ থেকে হাজার বছর পরেও এই দিনটির চর্চা হবে। এটা কতবড় কৃপা, যে এই মুহূর্তের সাক্ষী থাকছি। এই সময় অসামান্য সময় নয়। এটি কালচক্রের সর্বকালীন স্মৃতিরেখা।”
রাম বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে মন্দির চত্বরে । সেখানেই গর্ভগৃহের সব আচার-অনুষ্ঠান দেখানো হচ্ছিল । এছাড়া, দূরদর্শনেও লাইভ সম্প্রচার চলছিল । বড় ও ছোট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিলেন অতিথিরা । প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হতেই করতালিতে মুখরিত হল মন্দির চত্বর । কেউ আবার ঘণ্টা বাজালেন । জমকালো উদ্বোধনের সাক্ষ্মী থাকলেন দেশ-বিদেশের সকলেই ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *