সঙ্কেত ডেস্ক: প্যারিস অলিম্পিকে স্বপ্নপূরণ স্বপ্নিল কুসালের। পুরুষদে ৫০ মিটার এয়ার রাইফেল (৩ পজিশন)-এ ব্রোঞ্জ পদক জিতলেন এই ভারতীয় শ্যুটার।

প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ৩ পজিশনের ৫০ মিটার রাইফেলে তৃতীয় স্থান অধিকার করলেন স্বপ্নীল। এই ইভেন্টে ৩টি পজিশিনে শ্যুট করতে হয়। মাটিতে শুয়ে, বসে এবং দাঁড়িয়ে প্রতিযোগীকে নিজের লক্ষ্যভেদ করতে হয়।

এই ইভেন্টের প্রথমে অনেকটাই পিছিয়ে ছিলেন স্বপ্নিল কুসালে। কিন্তু ধীরে ধীরে প্রতিযোগিতায় ফেরেন। ৪৫১.৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল।

২৮ বছর বয়সী এই পদকটি মনু ভাকেরের অত্যাশ্চর্য পারফরম্যান্সের পরে আসে, যিনি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং মিশ্র দল ১০ মিটার এয়ার পিস্তলে সরবজোত সিংয়ের সাথে ব্রোঞ্জ জিতেছিলেন।ভারতের হয়ে এখন পর্যন্ত তিনটি পদকই এসেছে শুটিং ইভেন্টে।

শেষবার একজন ৫০ মিটার রাইফেল শ্যুটার অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিয়েছিল ২০১২ লন্ডনে যখন জয়দীপ কর্মকার ৫০ মিটার রাইফেল প্রবণ ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছিল।

প্রসঙ্গত কুসলে একজন টিকিট সংগ্রাহক ছিলেন এবং ক্রিকেট আইকন এমএস ধোনির কাছ থেকে অনুপ্রেরণা পান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *