সঙ্কেত ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের । মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। এই বিষয়ে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছেন।

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলে অভিযোগ করা হয়েছে। গতকাল মেয়ো রোডের সভা থেকে মমতা বলেন, ‘কেউ কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্ব থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওডিশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না।’ তিনি বলেন, ‘আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।‘যার প্রেক্ষিতে মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী।
গতকালই মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের বিরোধিতা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর এই আবহে মমতাকে পালটা জবাব দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। এন বীরেন সিং এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘উত্তর-পূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হল দিদি আপনার? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রকাশ্যে উত্তর-পূর্ব এবং বাকি জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। অবিলম্বে বিভেদমূলক রাজনীতি বন্ধ করতে হবে। সহিংসতা এবং ঘৃণা উস্কে দেওয়া বন্ধ করতে হবে মমতাজি। একজন রাজনৈতিক নেতার পাবলিক প্ল্যাটফর্মে সহিংসতার হুমকি দেওয়া অত্যন্ত অপ্রীতিকর।’ এদিকে মমতার মন্তব্যের বিরোধিতা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা।’ এরপর এদিনই এফআইআর দায়ের হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *