March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

অসহায় মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়াল কুলটি ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিনিধি; প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অ্যাডমিট কার্ড ভুলে গেল দুই ছাত্রী। কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ছাত্রীদের নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে এলেন। কুলটি গার্লস স্কুলের ঘটনা।
জানা গেছে সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কুলটি গার্লস স্কুলে পরীক্ষা দিতে এসেছিলেন দুই ছাত্রী গঙ্গা বাউরি এবং চন্দনা বাউরী। তারা অ্যাডমিট কার্ড ভুলে গেছিলেন। বিষয়টি জানতে পারেন কুলটি ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মন্ডল। তিনি এবং এ এস আই স্বপন রজক দুজনে মিলে দুই ছাত্রীকে নিয়ে এডমিট কার্ড তাদের বাড়ি থেকে নিয়ে আসেন। চন্দনা বাউরী চুনগাড়ি বরাকর এলাকার বাসিন্দা এবং গঙ্গা বাউরি কাঁকরশোল নিয়ামতপুর এলাকার বাসিন্দা। চিন্ময় মন্ডল নিজের বোলেরো গাড়িতে এবং স্বপন রজক নিজের মোটরসাইকেলে তাদের নিয়ে গিয়ে দুই ছাত্রীর বাড়ি থেকে এডমিট কার্ড নিয়ে আসেন। দুই ছাত্রী নির্বিঘ্নে পরীক্ষা হলে শেষ পর্যন্ত ঢুকতে পায় এবং তারা পরীক্ষা দিচ্ছে!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.