অস্থায়ী সাঁকোর বিপদ,সাঁকো থেকে নদীতে পড়ে মৃত্যু মহিলার

তারক হরি, পশ্চিম মেদিনীপুর :পশ্চিম মেদিনীপুরের সবং থানার চাউলকুড়ি অঞ্চলের সুন্দরপুর এলাকায় বাঁশের অস্থায়ী সাঁকো থেকে পড়ে নদীতে মৃত্যু হলো সাবিত্রী বর্মণ (৫৫) নামে এক পৌঢ়ার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সাবিত্রী বর্মণ তেলুলিয়া গ্রামে কেলেঘাই নদীর ওপর থাকা অস্থায়ী সাঁকো পার হচ্ছিলেন। হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে তিনি নদীতে পড়ে যান। সাঁতার কেটে উঠে আসার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
সবং থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মতে, অস্থায়ী সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণ জরুরি, না হলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।