নিজস্ব প্রতিনিধি: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার হল আইআইটি খড়্গপুরের এক ছাত্রীর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আইআইটি খড়গপুর চত্বর জুড়ে আজ সকালে খড়গপুর আইআইটি সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী হল হস্টেলের সংযোগকারী ছাদ থেকে উদ্ধার করা হয়েছে সেই ছাত্রীর ঝুলন্ত দেহ। ছাত্রছাত্রীরাই প্রথম দেখেন ছাদের থেকে গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রী দেহ ঝুলছে এরপর খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। বয়স ২১ বছর। বি-টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কেরলের চেপাড থানার উত্তর এভুর এলাকায়। কদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন সেখান থেকে ফিরেই সুইসাইড বলে মনে করছেন আইআইটি কর্তৃপক্ষরা ।এই ঘটনা আদৌ আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। এদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেবিকার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। মৃতের পরিবারকে খবর দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ।