আইন মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় বাড়ল নিরাপত্তা, আদালতে পেশ ধৃতকে

নিজস্ব প্রতিনিধি:আসানসোলে আপকার গার্ডেনে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হামলার ঘটনা ঘটার পর নিরাপত্তা বাড়ানো হল। সাথে হামলার ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন পুলিশ কনস্টেবল কে বদলি করা হয়। বৃহস্পতিবার সকালেই মন্ত্রীর বাড়িতে নতুন চার কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটক হামলার সময় বাড়ি ও আসানসোলে ছিলেন না। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা সফরে ছিলেন।
গতকাল সন্ধ্যায় হামলায় অভিযুক্ত যুবক আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের কুমারপুরের কাছে কালিকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা বছর ২১ র ভিক্কি কেওড়াকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে হাজির করে পুলিশ।ধৃতর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মন্ত্রী মলয় ঘটক আসানসোল আসার পর সাংবাদিকদের বলেন বুধবার ঘটনার সময় বাড়িতে ছিলাম না। খবর পাই যে, এক যুবক আমার ঘরে ঢুকে ইঁট দিয়ে হামলা করে টেবিলের কাঁচ ভেঙেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তে আমার ভরসা আছে। তারা খুঁজে বার করবে বলে আমার আশা। তিনি আরো বলেন, রাজনৈতিক কোন চক্রান্ত আছে কি না, তা তো এখনই বলা যাবে না। থাকলেও থাকতে পারে।
ধৃত যুবকের মা মুক্তি কেওড়া বলেন, ভিক্কি আমার বড় ছেলে। মাথার ঠিক নেই। ঘরের সব জিনিস নষ্ট করে দিয়েছে। এইসব কারণে ছেলের স্ত্রী আগেই ছেড়ে চলে গেছে। আমিও বাড়িতে থাকিনা। বুধবার সন্ধ্যায় শুনি ছেলে এইসব কান্ড করেছে।