নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর

আকাশ থেকে পরল এক অদ্ভুত যন্ত্র। কিন্তু কি সেই যন্ত্র। কে ফেলে দিল এই যন্ত্র। তবে কি এলিয়েনদের কাছ থেকে নতুন কোন বার্তা এসেছে। যন্ত্রের মধ্যে আবার জোনাকির মতন আলো জ্বলছে। রবিবারের এই ঘটনায় তাজ্জব এলাকা বাসি। কোথা থেকে এলো এই অবাক করা যন্ত্র তা নিয়ে জল্পনার শেষ নেই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার মারুকচক গ্রামে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে চন্দ্রকোনা থানার পুলিশ। জানা যায় রবিবার এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি যন্ত্র পড়েছে সেই যন্ত্রের মধ্যে আবার রয়েছে দড়ি। মিটমিট করে তার মধ্যে আবার আলো জ্বলছে। এটা কি বোম নাকি অন্য কোন যন্ত্র তা নিয়ে দ্বন্দ্বে পড়ে এলাকার মানুষ। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। ঘিরে রাখা হয় ওই যন্ত্রাংশটিকে। চন্দ্রকোনা থানার পুলিশ এরপর ওই যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এই যন্ত্রের কথা শুনে ওই এলাকায় ভিড় জমাতে থাকেন দূর দূরান্তের প্রায় কয়েকশো মানুষ। যন্ত্র দেখার জন্য রীতিমতো হুলুস্থলু কান্দ পড়ে যায়। তবে ভয়ের কিছু নেই এটা খেলনা কোন যন্ত্র বলেই মনে করছে পুলিশ। এই যন্ত্র নিয়ে নানান রকম গল্প কথা ঘুরতে থাকে সকলের মধ্যে। কেউ বলছেন এটা আসলে ভিনগ্রহীদের যন্ত্র। আবার কেউ বলছেন কোন গবেষণা কেন্দ্র থেকে ছিটকে এসেছে এই যন্ত্র। যন্ত্রের পিছনে কি রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *