দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ব্লক সভাপতির নির্দেশে তুন্তুরী সুইসা অঞ্চল তৃণমুল কংগ্রেস কমিটির প্রস্তুতি বৈঠক।
শনিবার বিকাল চারটা নাগাদ বৃষ্টিকে অপেক্ষা করে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তুন্তুরী সুইসা অঞ্চলের ২১ সংসদের সভাপতি ও কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন।
দলীয় সূত্রে জানা গেছে,আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এদিনের এই বৈঠক।এছাড়া দলের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
উপস্তিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা নমিতা সিং মুড়া,ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি, পিকে টিমের সদস্য,অঞ্চল সভাপতি মিহির কুইরী সহ অঞ্চল,ব্লক ও জেলা নেতৃত্ব ছাড়াও কয়েক শতাধিক কর্মী সমর্থকরা।