সঙ্কেত ডেস্ক:দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা প্রায় এক মাস ছুটির রেওয়াজ ছিল স্কুলগুলিতে। এর জেরে দীর্ঘ দিন বাচ্চারা লেখাপড়ার থেকে দূরে থাকত, এবার বদলাতে চলেছে এই নিয়ম। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত আগামী বছরের বিস্তারিত ছুটির তালিকা বলছে , আর এই এক মাস টানা ছুটি পাওয়া যাবে না। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজোর ছুটির পর স্কুল খুলবে এর পর আবার ছুটি দেওয়া হবে কালীপুজো ভাইফোঁটায়। সম্প্রতি নতুন বছরের বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী, দুর্গাপুজো থেকে শুরু হয়ে লক্ষ্মীপুজোর পরবর্তী দু’দিন পর্যন্ত ছুটি থাকবে প্রাথমিক স্কুলগুলি। আবার কালীপুজো থেকে শুরু হয়ে ভাইফোঁটার পরবর্তী একদিন পর্যন্ত ছুটি থাকবে। মাঝের দিনগুলিতে খোলা থাকবে স্কুল। সব মিলিয়ে ছুটির দিনের সংখ্যাও কমেছে। রবিবার বাদে মোট ১৫ দিন।
এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘আমাদের গরমের ছুটি বেশি থাকে। ছোট বাচ্চাদের গরমের ছুটি কমালে অসুবিধা হয়ে যাবে। মোট ছুটির দিন ৬৫ রাখতে হয়। পুজোয় টানা ছুটি দিলে সেটা করা সম্ভব হত না। পাশাপাশি, স্কুলে মিড-ডে মিলের সুবিধা রয়েছে। তাই এই দিনগুলিতে স্কুল খোলা রাখলে তাদের সুবিধাই হবে।’ আগামী বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপুজোর ছুটি শুরু হবে ৭ অক্টোবর থেকে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। কালীপুজোর ছুটি শুরু হবে ৩১ অক্টোবর থেকে। ছুটি থাকবে ৪ নভেম্বর পর্যন্ত। ২০২৩ সালের ছুটির তালিকাতেও পুজোয় টানা ছুটি ছিল না।