নিজস্ব প্রতিবেদক,বাঘমুণ্ডি :- আজসু পার্টি তথা কলা ছাপ রাজনৈতিক দলের আজ ৩৬ তম প্রতিষ্ঠা দিবস। শনিবার এই উপলক্ষে বাঘমুণ্ডি ব্লক আজসু পার্টি কার্যালয়ে দলের নেতা কর্মীরা দলীয় পতাকা উত্তোলনের করে প্রতিষ্ঠা দিবস পালন করেন। উপস্থিত ছিলেন আজসু দলের পুরুলিয়া জেলা সেক্রেটারি বিশ্বজিৎ মাহাতো, জেলার জয়েন্ট সেক্রেটারি মুরুলীধর কুমার, বাঘমুণ্ডি ব্লক প্রেসিডেন্ট আশুতোষ পান্ডে সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। ব্লক প্রেসিডেন্ট আশুতোষ পান্ডে জানান, শহীদ নির্মল মাহাতো ২২ জুন এই পার্টির প্রতিষ্ঠা করছিলেন। যা ভারতীয় জনতা পার্টির সঙ্গে এনডিএ জোট আছে। গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের আজসু পার্টির প্রার্থী দেওয়া হয়েছিল বাঘমুণ্ডি বিধানসভাতে। এবারেও তাই থাকবে। এবারে আরও আজসুর ঘাঁটি শক্ত হয়েছে বলে জানান তিনি।