সঙ্কেত ডেস্ক: গ্রেফতারির পর আদালতের পথে নিজ়াম প্যালেস থেকে বেরোতেই আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে উদ্দেশ করে উঠল চোর চোর স্লোগান। মঙ্গলবার দুপুরে নিজ়াম প্যালেস থেকে গাড়ি করে আলিপুর বিশেষ আদালতে সন্দীপকে নিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। নিজ়াম প্যালেস থেকে বেরোতেই চোর চোর স্লোগান তোলেন সেখানে উপস্থিত জনতা।উল্লেখ্য গতকাল রাতেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ-সহ ৪ কে। আদালতে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। দুর্নীতির শিকড়ে পৌঁছতে সন্দীপ-সহ বাকিদের জেরা অত্যন্ত প্রয়োজন বলে আদালতে দাবি করে সিবিআই। আপাতত ১০ দিনের জন্য তাদের হেফাজতে চাওয়া হয়েছিল।
আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে আটদিনের সিবিআই (CBI) হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বাকি ৩ জনকেও আটদিনের সিবিআই হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরের বিশেষ সিবিআই আদালত মঙ্গলবার এই নির্দেশ দেয়।
এদিন আলিপুর আদালতে তোলার সময় পিছনের দরজা দিয়ে সন্দীপ ঘোষ-সহ বাকিদের নিয়ে ঢোকে সিবিআই। ততক্ষণে কোর্ট চত্বর ফেটে পড়ছে ‘চোর-চোর’ স্লোগানে। মাস্ক পরা অবস্থায় কাঠগড়ায় ওঠেন সন্দীপ ঘোষ। সন্দীপকে মাস্ক খুলতে বলেন উপস্থিত আইনজীবীরা। তুমুল হট্টগোল শুরু হয় কোর্ট চত্বরে। তখনই বিচারক চারজনকে সামনে ডেকে নেন। প্রবল অস্বস্তির মুখে কার্যত মাস্ক খুলে ফেলতে বাধ্য হন সন্দীপ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *