আধ ঘণ্টার মধ্যে হারিয়ে ফোন উদ্ধার করে ফেরাল পুলিশ
নিজস্ব প্রতিনিধি: ঝাড়খন্ডে থেকে পশ্চিমবঙ্গে নিজের আত্মীয়র বাড়িতে আসার পথেই হারিয়ে যায় মোবাইল ফোন। জানা যায় ঝাড়খন্ডের গোবিন্দপুর থানার আসনা গ্রামের বাসিন্দা সুভাষ কুমার শনিবার সালানপুর ব্লকের আল্লাডি গ্রামে আত্মীয়র বাড়ি আসছিলেন সেই সময় তার ফোন হারিয়ে যায়।সঙ্গে সঙ্গে রাস্তা ধরে মোবাইল ফোনের খোজ শুরু করেন তিনি।এসে পৌঁছান বাংলা ঝাড়খন্ড সীমানার কল্যানেশ্বরী নাকা পয়েন্টে।সেখানে কর্মরত এস.আই ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়কে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কথা জানান। পুলিশ সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের উদ্ধারে লেগে পড়ে। এবং আধ ঘণ্টার মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করে সুভাষ কুমারের হাতে তুলেদেয়। মোবাইল ফোনটি ফিরে পেয়ে সুভাষ কুমার পুলিশের প্রশংসায় বলেন মোবাইল ফোনের আসা তিনি ছেড়ে দিয়েছিলেন।তবে পুলিশের তৎপরতায় মোবাইল ফোনটি ফেরত পেয়ে ধন্যবাদ পুলিশের উদ্যোগকে।