সঙ্কেত ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা। এবারে মালদার কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হল মালগাড়ির পাঁচটি বগি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারগামী মালগাড়ি লাইনচ্যুত হয়। চাঁচল মহকুমার হরিশ্চন্দ্র পুর থানার অন্তর্গত কুমেরপুর জংশনের কাছেই আচমকায় লাইনচ্যুত হয় মালগাড়ির পাঁচটি বগি । মালগাড়ির লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় রেলকর্তারা এবং উদ্ধারকারী দল।
কুমেদপুর জংশন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটা নাগাদ রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে। এরপর মুহুর্তের মধ্যে ওই মালগাড়ির পিছনের দিকের পরপর পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পণ্যবাহী ওই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল। মাঝপথে মালদহের কুমেদপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালাগাড়িটি।
মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনার পর মুহূর্তের মধ্যে দূরপাল্লার বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে কাটিহার ডিভিশন এবং মালদা ডিভিশনের রেলের পদস্থ কর্তারাও কুমেদপুর জংশনে পৌঁছান। তবে কিভাবে ঘটে গেল এই দুর্ঘটনা, সে ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু জানায় না উত্তর-পূর্ব রেলের কাটিহার ডিভিশন কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবসের আগে মালগাড়ি লাইনচ্যুত ঘটনার পিছনে কোন নাশকতার অভিসন্ধি রয়েছে কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন রেলের একাংশ কর্তারা।দুর্ঘটনার ফলে হাওড়া-নিউ জলপাইগুড়ি লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে।
দেশজুড়ে ট্রেন লাইনচ্যুত হওয়ার ‘নিত্যনৈমিত্তিক’ ঘটনার নিন্দা করে এক নেটিজেন বলেন, রেলের অবহেলা চরমে পৌঁছেছে। বুলেট ট্রেন এবং বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে উল্লাস বন্ধ করে কেন্দ্রীয় রেলমন্ত্রী এর উত্তর দিক।দুর্ঘটনার ফলে হাওড়া-নিউ জলপাইগুড়ি লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে।