সঙ্কেত ডেস্ক: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠে গিয়েছিল। আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের একাংশও বলতে শুরু করেছিলেন তাঁদের যেন মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন। এমনকী বিরোধী দলের বেশ কয়েকজন নেতাও মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন। তবে এদিন নিজের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দিলেন খোদ মুখ্যমন্ত্রীই।
এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, “আমি কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়াতে একটি বিভ্রান্তিমূলক প্রচার দেখছি। গতকাল আমাদের ছাত্রদের প্রোগ্রামে আমি যে বক্তৃতা দিয়েছিলাম তার রেফারেন্স দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি (মেডিকেল) ছাত্রদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন অকৃত্রিম। আমি কখনই তাঁদের হুমকি দেইনি, যদিও কয়েকজন আমাকে অভিযুক্ত করছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
উল্লেখ্য গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমি কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই না। আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক। আমি যদি কারও বিরুদ্ধে FIR করি তাহলে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কোথাও আর চান্স পাবে না। পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমরা সেটা চাই না।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই গতকাল বিতর্কের ঝড় উঠে যায়। আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হুঁশিয়ারি দিয়েছেন। বিরোধী দলের একাধিক নেতাও মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সুর চড়িয়েছিলেন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্তব্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।