সঙ্কেত ডেস্ক:চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এটাই কেন্দ্রের বিজেপি সরকারের শেষ বাজেট (Budget)। ২০২৪-২৫ সালের বাজেটকে ভোটমুখী করতে এবার আয়কর ছাড় অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নতুন এই আর্থিক বছরে আয়কর ছাড় আপরিবর্তিত থাকবে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবারের বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনা হচ্ছে না।অর্থমন্ত্রীর বক্তব্য, ‘ভোটের বছর বলেই এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত ঘোষণা করলাম না। আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হল।‘
তবে প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কারে জোর দিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। কিছু কিছু ক্ষেত্রে ছাড় মার্চ মাস পর্যন্ত ছিল। সেগুলির সময়সীমা বাড়ানো হল। এই ছাড়গুলি ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে। এদিন নতুন সংসদ ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, বিগত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় বেড়েছে ৩ গুণ। আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২.৪ গুণ। বছরে সাত লক্ষ টাকা পর্যন্ত করে ছাড় ছিল। এবারেও তা বজায় থাকছে।
মধ্যবিত্তদের মন জয় করতে আয়করের সীমা বৃদ্ধি করে ১০ লক্ষ করা হতে পারে, এমন কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। আবার ৮০সি-র আওতায় সঞ্চয়ের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়করে যে ছাড় রয়েছে, তা বাড়িয়ে আড়াই লক্ষ করার সম্ভাবনাও শোনা যাচ্ছিল। স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও আয়কর ছাড়ের সীমা বাড়ানো হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু কোনওটাই এদিন ঘোষণা করেননি নির্মলা। অর্থাৎ আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আগের মতোই থাকছে ৭ লক্ষ টাকা। ফলে এই বাজেটে কিছুটা হলেও হতাশ মধ্যবিত্ত।