সংবাদদাতা, মুর্শিদাবাদ: মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলছে গোটা রাজ্য জুড়ে, আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকাই বিজেপির পক্ষ থেকে পথ অপরাধ কর্মসূচির ডাক দেয়া হয়েছে, এই পথ অবরোধ কর্মসূচিতে বহরমপুর শহরের গির্জার মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল জেলা বিজেপি নেতৃত্বকে, উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সাখারভ সরকার, বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিনের এই পথ অবরোধ কর্মসূচির চলাকালীন একটি পুলিশকারীর বনেটের উপর বিজেপি মহিলা কর্মীদের চেপে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ি অবরুদ্ধ রাস্তায় পৌঁছতেই তার গাড়িকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। যদিও পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ এবং পথ অবরোধ তুলে নেন।