নিজস্ব প্রতিনিধিঃ আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য চলছে প্রতিবাদ মিছিল।এবার সালানপুর ব্লকের সমস্ত আইসিডিএস কেন্দ্রের কর্মীদের ও আশা কর্মীদের ডাকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।তারা রূপনারায়ণপুর ডাবর মোড় থেকে এই মিছিল বের করে আল্লাডি পর্যন্ত গিয়ে পুনরায় রূপনারায়ণপুরে এসে শেষ করেন।সেখানে প্রতিবাদ সভাও করা হয়।মূলত আরজি কর এর চিকিৎসক এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই এই বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল।এই মিছিলে ব্লকের শতাধিক আশা কর্মী আইসিডিএস কর্মীরা পায়ে পা মেলান।আর জি কর হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। দোষীদের অবিলম্বে ধরতে হবে এবং উপযুক্ত কঠোর শাস্তি দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল ।পাশাপাশি এই মিছিলে আইসিডিএস কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষেরও হাতে বিভিন্ন প্ল্যাকেটে লেখা উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার চাই এই দাবি নিয়ে পদযাত্রায় হাঁটলেন।