নিজস্ব প্রতিনিধি: আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপির অবরোধকে কেন্দ্র করে দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সাথে ধস্তাধস্তির পর বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন এবং সার্ভিস রোডে বসে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এদিন পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ধীক্কার মিছিল বের হয়। সার্ভিস রোডেই মিছিলটি আটকে দেয় পুলিশ। এরপরেই সার্ভিস রোডের ওপরেই বসে পড়ে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। তাদের তুলতে গেলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। টায়ার জ্বালিয়ে ছুঁড়ে দেওয়া হয় জাতীয় সড়কে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুচিপাড়ায়এলাকায় ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায় সহ বিজেপির কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। অপরদিকে, এই একই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এর নেতৃত্বে দুর্গাপুরের সিটি সেন্টারের ডিএমসি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।