সঙ্কেত ডেস্ক: এবার আরজি কর কাণ্ডে বিরাট মোড়। শুধু চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সিবিআই করবে সেটাই নয় এবার আরজি করে দুর্নীতির মামলার তদন্ত করবে সিবিআই।শুক্রবার এমনই সুপষ্ট নির্দেশ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta high court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সমস্ত কেস ডায়েরি, সিসিটিভি ফুটেজ ও সমস্ত বিস্তারিত খুঁটিনাটি বিবরণ কালকের ( শনিবার) মধ্যে সিবিআইয়ের কাছে জমা দিতে হবে সিটকে। কাল সকাল ১০টার মধ্য়ে সমস্ত তদন্ত নথি জমা দিতে হবে সিবিআইয়ের কাছে। এবার একই সঙ্গেই দুটি তদন্ত চালাবে সিবিআই।
আদালত জানিয়েছে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার তদন্ত করবে সিবিআই।১৭ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানাতে হবে হাইকোর্টকে।
প্রায় দেড় বছর আগে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যে যে অভিযোগ করেছিলেন তা নিয়ে এবার তদন্তে নামবে সিবিআই। সেটা একেবারে হাইকোর্টের নির্দেশে। সেক্ষেত্রে সিটের আর কোনও মান্যতাই থাকল না।
আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে সিবিআইকে।যারফলে আরও বেকায়দায় পড়তে হল সন্দীপ ঘোষকে। সেই সঙ্গে রাজ্য প্রশাসনকেও ‘অস্বস্তি’তে পড়তে হল বলে মনে করছে রাজনৈতিকমহল। কারণ সিট গঠন হলে বিষয়টি রাজ্যের নিয়ন্ত্রণে থাকত, কিন্তু এবার সিবিআইয়ের হাতে চলে যাওয়ায় সেই সুযোগ আর থাকবে না বলেই না বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। আর জি করের পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে একাধিক অভিযোগ উঠতে থাকে এই হাসপাতালের বিরুদ্ধে।সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। তিনিই নানা বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।গত সোমবার কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ তিন সদস্যের সিট গঠন করেছিল রাজ্যে প্রশাসন। যার উদ্দেশ্য ছিল সন্দীপ রায়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক কেলেঙ্কারীর তদন্ত। কিন্তু সেই দায়িত্ব এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় সন্দীপ ঘোষ ও রাজ্য প্রশাসন বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।