পুরুলিয়া :- রাজ্যের মহিলার উপর ক্রমাগত অত্যাচার এবং আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে রাজ্য বিজেপির ডাকে জেলায় জেলায় প্রত্যেকটি ব্লক অফিসে বুধবার ধর্ণা মঞ্চ আয়োজিত হল। সেই পরিপ্রেক্ষিতে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক অফিস দুয়ারে মঞ্চ বানিয়ে ধর্ণা অবস্থানে বসলো বাঘমুন্ডি ব্লক বিজেপি। উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা কিষান মোর্চার সভাপতি জগদীশ কুমার, জেলা পরিষদের সদস্য তথা বাঘমুন্ডি ব্লক বিজেপির কনভেনার রাকেশ মাহাতো, বাঘমুন্ডি বিধানসভার কনভেনার সুকুমার মাহাতো, মন্ডল ৩ সভাপতি বিভূতি রজক, মন্ডল ৪ সভাপতি অরুন চন্দ্র মাঝি, জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী সুমিত্রা সিং সর্দার সহ দুই মন্ডল বিজেপি নেতৃত্ব।