সংবাদদাতা,পুরুলিয়া :- আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মরত অবস্থায় স্নাতকোত্তর পাঠরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে ধিক্কার মিছিলে হাঁটলেন সারা ভারত ফরোয়ার্ড ব্লক। সোমবার সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাঘমুণ্ডি সমণ্ময় কমিটির উদ্যোগে সেই প্রতিবাদে বাঘমুণ্ডিতে ধিক্কার মিছিল বের হয়। এদিন বিকেলে বাঘমুণ্ডি ফরওয়ার্ড ব্লক লোক্যাল কমিটির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বাঘমুণ্ডি হাই স্কুল মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার দলের কার্যালয়ে এসে শেষ হয় মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য তথা বাঘমুণ্ডি লোক্যাল কমিটির আহ্বাহয়ক জয়সিং মাহাতো, জেলা কমিটির সদস্য দীপক কুমার মোদক, গোপাল মাহাতো, পূর্ব লোক্যাল কমিটির সম্পাদক পরিমল কুমার, পশ্চিম লোক্যাল কমিটির সভাপতি সত্যেন কাপুর, সম্পাদক দেবব্রত মুখার্জী, বুড়দা কালিমাটি ব্রাঞ্চ কমিটির সম্পাদক জগবন্ধু কুমার সহ অন্যান্যরা।