সঙ্কেত ডেস্ক: শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) শুরু হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া। সন্দীপ সহ মোট ছয় জনের পলিগ্রাম পরীক্ষা (Polygraph Test) হওয়ার কথা রয়েছে এদিন। আর সেই প্রক্রিয়ার জন্যে দিল্লি থেকে সিবিআই-এর বিশেষ প্রশিক্ষিত দল ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে। শনিবার সকাল সকালই সিবিআই দফতরে হাজির হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যিনি ঘটনার শুরু থেকেই সিবিআই স্ক্যানারের নীচে রয়েছেন। এই নিয়ে পরপর ন’দিন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি সন্দীপ। বয়ানে একাধিক অসংগতি পাওয়ায় তাঁর পলিগ্রাম পরীক্ষা করানোর জন্যে আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই অনুমতি আগেই মিলেছিল। এবার পরীক্ষার পালা। সন্দীপের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছে। আরজি করের প্রাক্তন ডেপিটি সুপারের দায়ের করা আর্থিক অনিয়মের সেই মামলার তদন্তও করবে সিবিআই (CBI)।তারও পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ।
সন্দীপের পাশাপাশি যে চার চিকিৎসকের সঙ্গে ওই মহিলা চিকিৎসক সেই রাতে ডিনার খেয়েছিলেন তাঁদেরও পলিগ্রাফ টেস্ট করানো হবে। কোথাও কোনও অসঙ্গতি রয়েছে কি না সেটা দেখা হবে।
আরজি করে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষাও শনিবার হতে পারে বলে জানা যাচ্ছে। অভিযুক্ত এই মুহূর্তে রয়েছে জেল হেফাজতে। প্রেসিডেন্সি সংশোধনাগারের ‘পহেলা বাইশের’ ২১ নম্বর সেলে রয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার।
দিল্লি থেকে সিবিআইয়ের স্পেশাল টিম কলকাতায় এসেছে। শনিবারই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হতে পারে। তবে সূত্রের খবর, এই পলিগ্রাফ টেস্ট করতে বেশ খানিকটা সময় লাগে। সেকারণে সবার একই দিনে পলিগ্রাফ টেস্ট হয়ে যাবে এমনটা নয়। তবে সাধারণভাবে যেটা বলা হয় যে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট সরাসরি মামলাকে ঘুরিয়ে দিতে পারে এমনটা নয়। তবে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হয়।