আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের তান্ডবের জেরে গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি: আসানসোলের ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনায় গ্রেপ্তার চার।আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম ৪৮ ঘণ্টার মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করে।উদ্ধার একটি পিস্তল, দুটি বাইক ও একটি চার চাকা গাড়ি। গ্রেপ্তার হওয়া যুবকদের নাম অখিলেশ, সাদ্দাম,রঘুনাথ কর্মকার ও তাবরেজ খান।
ধৃতদের মধ্যে তাবরেজ খান কে আসানসোল উত্তরের সুগম পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি ও সেখানে পাওয়া যায় যেখানে একটি পিস্তল ও উদ্ধার করা হয়। এর পর অখিলেশ কে গ্রেপ্তার করে আসানসোলের নুরুদ্দিন রোড এলাকা থেকে। ডামড়া সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রঘুনাথ কে। ধৃতদের মধ্যে মাস্টারমাইন্ড হিসেবে আখিলেশের কথা বলা হচ্ছে যার বিরুদ্ধে আগেও ব্যাংক ডাকাতির অভিযোগ আছে বলে জানা গেছে। রবিবার ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার আসানসোলের নর্থ হিলভিউ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র সমেত দুষ্কৃতীদের তান্ডব হয়। বাড়ির কাজের লোকের তৎপরতায় কিছু করতে পারেনি দুষ্কৃতীরা। পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর শনিবার সকাল থেকে আসানসোল উত্তর থানা ও দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে চার অভিযুক্তদের।