March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

আসানসোলে মলয় ঘটকের বাড়িতে হামলা ,ধৃত এক

সঙ্কেত ডেস্ক: আসানসোলে আপকার গার্ডেনে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হামলা। বাসভবনের অফিসের টেবিলে কাচ ভাঙচুর করে এক যুবক।এই ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাজায়বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল শহরের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন অন্যতম অভিজাত এলাকা মলয় ঘটকের আপর কার গার্ডেনের বাড়িতে। এই ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক তার বাড়িতে ছিলেন না। তবে যে ঘরের মধ্যে হামলার ঘটনা ঘটেছে, তার উপরের তলায় ছিলেন মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক। স্বাভাবিক ভাবেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে, এদিন এক যুবক মন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে মন্ত্রীর অনুপস্থিতিতে নিরাপত্তা রক্ষীরা তাকে ফিরিয়ে দেয়, এরপরেই ওই যুবক নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্ত্রীর বাড়ি সংলগ্ন অফিসে ঢুকে কেন তাঁকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে রাগে মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাচ ভাঙচুর করে বলে অভিযোগ। ভাঙচুরের শব্দ নিরাপত্তারক্ষীরা ছুটে এসে হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ধৃত এই যুবক আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের কুমারপুরের কাছে কালিকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা বছর ২১ র ভিক্কি কেওড়াকে আটক করে থানায় নিয়ে যায়। ঠিক কি কারণে এই যুবক মন্ত্রীর বাড়ির ঢুকে হামলা চালানো তা পুলিশ তাকে জেরা করে জানার চেষ্টা করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.