কাজল মিত্র, : আরজি করের ডাঃ অভয়ার স্মরণে বুধবার মহালয়ার দিন একদিবসিয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।এই খেলাটি আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সহযোগিতায় ‘আসানসোল দোসর’ র আসানসোলের ডাঙ্গা মহিশীলায় বি আর
আম্বেদকর ফুটবল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলো।

এদিন বিধায়ক অগ্নিমিত্রা পাল খেলার শুরুতেইজাতির জনক মহাত্মা গান্ধী ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাদের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে এদিন তিনি শ্রদ্ধা জানান ।

এই প্রসঙ্গে ‘আসানসোল দোসর’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ অশোক রায় বলেন, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সহযোগিতায় আমাদের সংগঠন এদিন এই
প্রতিযোগিতার আয়োজন করেছে। ডাঃ অভয়ার স্মরণে এই প্রতিযোগিতা।তিনি আরো বলেন, এই ময়দানটি খেলাধুলার উপযুক্ত হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছেন বিধায়ক।এই ময়দানে নতুন দুটি গোলপোস্ট বসানো হয়েছে যা প্রতিযোগীতার মধ্যে দিয়ে গোলপোস্ট গুলির উদ্বোধন হলো।
এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলয় গাঙ্গুলি, সোমনাথ মন্ডল, বিক্রম মন্ডল ও রাজীব কুমার সহ আরো অনেকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *