নিজস্ব প্রতিনিধিঃ প্রতি মাসের ন্যায় সোমবার ও আসানসোল পৌর নিগমে সমস্ত কাউন্সিলার ও পৌর নিগমের সমস্ত আধিকারিকদের নিয়ে এলাকার ডেভলপমেন্ট এর জন্য বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। বোর্ড মিটিং প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন প্রতি মাসে ডেভলপমেন্টের জরুরি পরিষেবার জন্য এই বৈঠক করা হয় যেমন রেমাল দুর্যোগ হয়েছে সেই জন্য গতকাল পুরো রাত কন্ট্রোল রুম চালু ছিল আজও আছে, সমস্ত কাউন্সিলার দের বলা হয়েছে নিজের নিজের ওয়ার্ডের নজরদারি করতে কোথাও কোনো অসুবিধা হলে পৌর নিগমে সর্বদা পাশে রয়েছে। মেয়র বিধান উপাধ্যায় আরো বলেন বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা কালেকশনের জন্য ১০০০ জনকে ১৭৫ টাকা হাজরির বিনিময়ে নিয়োগ করা হবে ইতি মধ্যে বাজার এলাকায় রাত্রি সাফাই এর জন্য ৫ জন লোক নিয়োগ করা হলো আজকের বোর্ড মিটিংয়ে। সামনে বর্ষাকাল আসছে তাই বিগত ৭ আট দিন ধরে ড্রেন পরিষ্কারের কাজ চলছে, এখন যেহেতু রেমেল দুর্যোগের প্রভাব রয়েছে তাই যত হাই ড্রেন রয়েছে সেই গুলো নিয়মিত ভাবে পরিষ্কার করে দেওয়া হয় যাতে মানুষের অসুবিধা না হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *