নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে আসানসোল রবীন্দ্র ভবনে আগামী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু, জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং, রানীগঞ্জ বিধায়ক তাপস ব্যানার্জী, পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জী, জেলাসভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ অনেকে। এই দিনের কর্মীসভায় কর্মীদের এলাকার মানুষজনদের সাথে জনসংযোগ বৃদ্ধি করার বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
এদিন শত্রুঘ্ন সিনহা বলেন এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়নি সেটা ওদের নিজেদের ব্যাপার তবে যেই প্রার্থী হয়ে আসুক ওনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বলতে পারব না এখান থেকে কে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন তবে যেটা বলার মোদিজি পুরনো গ্যারান্টি যা দিয়েছিলেন সেগুলোকে পরিপূরণ না করে আবার নতুন করে গ্যারান্টি দিচ্ছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা আছেন তারাই আগামী দিনে রাজনীতির মাঠে ঘাতক হয়ে উঠবে বিজেপির জন্য।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *