দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়া জেলা পুলিশ ও জেলা প্রশাসনের নির্দেশে ও ঝালদা থানার পরিচালনায় বাদগা গ্রামের পরিয়াতার টোলায় অনুষ্টিত হল “আস্থা” দ্বারা সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার প্রয়াস ও বস্ত্র বিতরণ।
রবিবার,পুরুলিয়ার বাঘমুন্ডি বিধান সভার ঝালদা থানার ঝালদা এক নম্বর ব্লকের হেঁসাহাতু অঞ্চলের প্রত্যন্ত বাদগা গ্রামের পরিয়াতার টোলায় অনুষ্ঠিত হল “আস্থা” দ্বারা গ্রামবাসীদের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার অনুষ্ঠান।
জানা গিয়েছে,এদিন একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে কি না,এছাড়া ওই সব সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই বিশেষ কর্মসূচি।পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও বিশেষ আলোচনা হয়।এবং জেলা পুলিশের তৎক্ষণাৎ যে কোন মুহূর্তে পুলিশের সাহায্য পাওয়ার জন্য “সহায় অ্যাপস” নিয়ে ডাউনলোড ও তার উপকারিতা নিয়ে আলোচনা হয়।
সর্বশেষে ওই গ্রামের দুঃস্থ অসহায়দের বস্ত্র বিতরণের পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রীদের পড়ার সামগ্রিক বিতরণ করেন।
সূত্র মারফৎ জানা গিয়েছে,ওই ক্যাম্পে উপস্তিত সাধারণ মানুষের সমস্ত রকমের কোথা শুনেন এবং সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন,এছাড়া খাতায় লিপিবদ্ধ করেন।এবং সরকারি প্রকল্প গুলো তারা কি ভাবে পাবে তানিয়ে সমস্ত রকমের ব্যাবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
ওই ক্যাম্পে আসা একাংশ গ্রামবাসীরা,প্রশাসনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালদা থানার আই সি সঞ্জীব ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক গণ।