সংবাদদাতা,কোটশিলা:- নারী পুরুষ ভেদাভেদ রুখতে ও সাম্য বজায় রাখতে ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশনের উদ্যোগে কোটশিলার জিউদারু ময়দানে অনুষ্ঠিত হল সাম্য মেলা।
এদিন সকাল থেকেই কিশোর কিশোরীদের পাশাপাশি মহিলা পুরুষদের নিয়ে আয়োজিত হয় নানান প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয় জেলার সাংস্কৃতিক ঐতিহ্য করম, সাঁওতাল নাচ সহ নাটক। বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় বাল্য বিবাহ, শিশু শ্রম, নির্যাতন রোধে পোস্টার, ফ্লেক্স ইত্যাদি।
জিউদারু স্কুল ময়দান থেকে ব্লক পর্যন্ত আয়োজিত হয় মিছিলও।
উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং অনিন্দিতা মজুমদার, ইউনিসেফের প্রতিনিধি অনিরুদ্ধ রায়, কনসালটেন্ট ডাঃ শুভ্রজ্যোতি মুখোপাধ্যায়,শিক্ষক পশুপতি মাহাতো, সমাজসেবী অতুল মাহাতো, পিনাকী রঞ্জন গাঙ্গুলি, সংস্থার এ জেলার কোর্ডিনেটর মৃনাল মাহাতো প্রমুখ।
অনিন্দিতা মজুমদার বলেন, নারী পুরুষের ভেদাভেদ দূর করতেই এই মেলা।