সঙ্কেত ডেস্ক: সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে ইডি। ইডি সূত্রে খবর রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের খোঁজ করতে আইবি ও বিএসএফের সাহায্য চাওয়া হয়েছে। ইডি মনে করছে, শাহজাহান বাংলাদেশ পালিয়ে যেতে পারেন। তাই বিমানবন্দর কর্তৃপক্ষকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
এই নিয়ে জল্পনার মধ্যে শনিবার সন্ধ্যায় গোপন ডেরা থেকে অনুগামীদের বার্তা দিলেন শুক্রবারের তাণ্ডবের মূলচক্রী শাহজাহান শেখ বললেন,”এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালির তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে।”শাহজাহানের দৃপ্ত ঘোষণা, ‘আমি কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত নই। কোনও অপরাধের সঙ্গে যুক্ত নই। কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনও অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি নিজের মুন্ডুটা নিজে কেটে ফেলব। কোনও দিন কোনও মানুষের সামনে মুখ দেখাব না।
উল্লেখ্য শুক্রবার তৃণমূল নেতার বাড়ি যায় ইডির ৫ সদস্যের একটি দল। সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়ি যাওয়ার আগেই ইডি আধিকারিকদের ঘিরে ফেলেন স্থানীয়রা। তিন ইডি আধিকারিক ঘটনায় জখম হন। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতেও শোরগোল শুরু হয়েছে। ঘটনার নিন্দা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনভিপ্রেত ও লজ্জাজনক বলে আখ্যা দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবারও অধরা শাহজাহান শেখ।