সঙ্কেত ডেস্ক: শেষ পর্য্যন্ত কেন্দ্র বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র চেয়ারপার্সন নিযুক্ত হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জোটের চেয়ারপার্সন হিসেবে প্রস্তাব করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম। তবে নীতীশ কুমারকে নিয়েও জল্পনা ছিল। সূত্রের খবর, শেষ অবধি সিলমোহর পড়়ছে খাড়গের নামেই।মনে করা হচ্ছিল, জোটের চেয়ারপার্সন হতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করা হলেও তিনি দায়িত্ব নিতে অস্বীকার করেন। শেষপর্যন্ত কংগ্রেস সভাপতি খাড়গেকেই চেয়ারপার্সন করা হয়েছে।
আজকের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বই থেকে যোগ দেন এনসিপি নেতা শরদ পওয়ার। চেন্নাই থেকে বৈঠকে যোগ দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও ডিএমকের কানিমোঝি করুণানিধি। বৈঠকে এদিন ১৪টি রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছিলেন। আসন ভাগাভাগি ছাড়াও ভারত জোড়ো ন্যায় যাত্রা ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।
উল্লেখ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির মোকাবিলার জন্য কংগ্রেস, তৃণমূল-সহ দেশের একাধিক বিরোধী দল ‘ইন্ডিয়া’ জোটের ছাতায় তলায় এসেছে। কিন্তু একাধিক ইস্যু নিয়ে সেই জোটের মতবিরোধ সামনে এসেছে। বিশেষত আহ্বায়ক পদ নিয়ে ফাটল স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও সেই জোট নিয়ে প্রথম থেকেই খোঁচা দিয়ে আসছে বিজেপি। মমতা, রাহুল গান্ধী, নীতীশদের মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে খোঁচা দেওয়া হচ্ছিল।