নিজস্ব প্রতিনিধিঃ ভারতে দ্রুত বয়স বাড়ছে। খুব শীঘ্রই ভারতবর্ষ বিশ্ব জনসংখ্যায় প্রথম স্থান অর্জন করবে, সেই সঙ্গে প্রায় ৩২ কোটি প্রবীণদের (৬০ বছরেরও বেশি বয়সী) লোকদের বাড়িতেও পরিণত হবে। একাধিক উপায়ে মানুষের জীবনকে স্পর্শ করতে ইন্ডিয়া পাওয়ার বরাবরই সহায়ক ভূমিকা পালন করে। ইন্ডিয়া পাওয়ার যেহেতু সর্বদা নিজেকে জনগনের সংস্থা হিসাবে বিবেচনা করে চলেছে, তাই সংস্থার সিএসআর উদ্যোগগুলি যাতে সমাজের প্রতিটি কোণে পৌঁছায় সে ব্যাপারে সচেষ্ট । এই ধরনের একটি উদ্যোগে সংস্থা হাত বাড়িয়েছে উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার ওল্ড এজ হোমের পাশে দাঁড়ানোর জন্য । উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার ওল্ড এজ হোমের এসে পরিকাঠামো গত সহায়তা জন্য ২২লক্ষ টাকা ব্যয়ে ওল্ড এজ হোমের আবাসিকদের জন্য একটি গৃহ নির্মাণ করেছে ইন্ডিয়া পাওয়ার। নব নির্মিত এই ভবনে আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । ইন্ডিয়া পাওয়ারের হোলটাইম ডাইরেক্টর সোমেশ দাশগুপ্ত,পার্থপ্রতি চ্যাটার্জী এবং ইন্ডিয়া পাওয়ারের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার সভাপতি প্রকাশ সরকার এবং বৃদ্ধাশ্রমের ২৪ জন বাসিন্দা।
উক্ত অনুষ্ঠানে ইন্ডিয়া পাওয়ারের পুরো সময়ের পরিচালক মিঃ সোমেশ দাশগুপ্ত বলেন, “আমাদের ভারতীয় সমাজে বয়স্কদের ভূমিকা বিশেষ শ্রদ্ধার । বয়সের সাথে সাথে, বেশিরভাগ লোকেরা শারীরিক এবং মানসিক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন যা তাদের কার্যকারিতা এবং সুস্থতার উপর প্রভাব ফেলে। ইন্ডিয়া পাওয়ার উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার খাঁদরার ওল্ড এজ হোমের পরিকাঠামোগত সহায়তা প্রদান এবং আমাদের প্রবীণ পরিবারের সদস্যদের সহায়তা করে আমরা আনন্দিত। এই উদ্যোগটি আরও এমন দুর্দশাগ্রস্থ প্রবীণদের জন্য জায়গা তৈরি করবে যারা তাদের “নতুন বাড়িতে” অত্যন্ত ভালোবাসা এবং যত্নের মধ্যে থাকতে পারে।পাশাপাশি পাওয়ার টু লাইফের মাধ্যমে আসানসোলকে আলোকিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইন্ডিয়া পাওয়ার।
সঙ্কেত ডেস্ক: স্কুলে খেলার ছলে মারামারি দুই বন্ধুর। কিন্তু সেই খেলাই যে প্রাণ কেড়ে নেবে, তা বোধ হয় ভাবা যায়নি।… Read More
সঙ্কেত ডেস্ক :গত মাসের ১৪ তারিখ কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। এরপর দুটি ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। মাঝে… Read More
সংবাদদাতা,বাঘমুন্ডি:- দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী ম্যাজিক ভেন উল্টে যায়। ঘটনাটি, বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর কালিমাটি দুয়ারসিনী জঙ্গলে।… Read More
সঙ্কেত ডেস্ক: রাজ্য সরকার আগামী শিক্ষা বর্ষের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ভাবে না হলেও এবছর সম্পূর্ণ… Read More
সংবাদদাতা,বাঘমুন্ডি:- সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জননেতা অশোক ঘোষের জন্মবার্ষিকী পালন হল সুইসা নেতাজী সুভাষ আশ্রম প্রাঙ্গণে। এদিন অশোক ঘোষের আবক্ষ… Read More
সঙ্কেত ডেস্ক: মণিপুরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। আজ, শনিবার ঘটনাস্থলে যান মণিপুরের… Read More
This website uses cookies.