নিজস্ব প্রতিনিধিঃ ভারতে দ্রুত বয়স বাড়ছে। খুব শীঘ্রই ভারতবর্ষ বিশ্ব জনসংখ্যায় প্রথম স্থান অর্জন করবে, সেই সঙ্গে প্রায় ৩২ কোটি প্রবীণদের (৬০ বছরেরও বেশি বয়সী) লোকদের বাড়িতেও পরিণত হবে। একাধিক উপায়ে মানুষের জীবনকে স্পর্শ করতে ইন্ডিয়া পাওয়ার বরাবরই সহায়ক ভূমিকা পালন করে। ইন্ডিয়া পাওয়ার যেহেতু সর্বদা নিজেকে জনগনের সংস্থা হিসাবে বিবেচনা করে চলেছে, তাই সংস্থার সিএসআর উদ্যোগগুলি যাতে সমাজের প্রতিটি কোণে পৌঁছায় সে ব্যাপারে সচেষ্ট । এই ধরনের একটি উদ্যোগে সংস্থা হাত বাড়িয়েছে উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার ওল্ড এজ হোমের পাশে দাঁড়ানোর জন্য । উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার ওল্ড এজ হোমের এসে পরিকাঠামো গত সহায়তা জন্য ২২লক্ষ টাকা ব্যয়ে ওল্ড এজ হোমের আবাসিকদের জন্য একটি গৃহ নির্মাণ করেছে ইন্ডিয়া পাওয়ার। নব নির্মিত এই ভবনে আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । ইন্ডিয়া পাওয়ারের হোলটাইম ডাইরেক্টর সোমেশ দাশগুপ্ত,পার্থপ্রতি চ্যাটার্জী এবং ইন্ডিয়া পাওয়ারের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার সভাপতি প্রকাশ সরকার এবং বৃদ্ধাশ্রমের ২৪ জন বাসিন্দা।
উক্ত অনুষ্ঠানে ইন্ডিয়া পাওয়ারের পুরো সময়ের পরিচালক মিঃ সোমেশ দাশগুপ্ত বলেন, “আমাদের ভারতীয় সমাজে বয়স্কদের ভূমিকা বিশেষ শ্রদ্ধার । বয়সের সাথে সাথে, বেশিরভাগ লোকেরা শারীরিক এবং মানসিক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন যা তাদের কার্যকারিতা এবং সুস্থতার উপর প্রভাব ফেলে। ইন্ডিয়া পাওয়ার উদ্বর্তন সমাজকল্যাণ সংস্থার খাঁদরার ওল্ড এজ হোমের পরিকাঠামোগত সহায়তা প্রদান এবং আমাদের প্রবীণ পরিবারের সদস্যদের সহায়তা করে আমরা আনন্দিত। এই উদ্যোগটি আরও এমন দুর্দশাগ্রস্থ প্রবীণদের জন্য জায়গা তৈরি করবে যারা তাদের “নতুন বাড়িতে” অত্যন্ত ভালোবাসা এবং যত্নের মধ্যে থাকতে পারে।পাশাপাশি পাওয়ার টু লাইফের মাধ্যমে আসানসোলকে আলোকিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইন্ডিয়া পাওয়ার।
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়ার বাঘমুন্ডি থানার তুন্তুরী সুইসা অঞ্চলের জোড়ডি গ্রামের নিউ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো মণ্ডপে… Read More
সঙ্কেত ডেস্ক : পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছর বয়সি শ্বশুরমশাই। এই ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হতে… Read More
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- বিদ্যার দেবীর পূজা মন্ডপ যেন আস্ত একটা বাহুবলী টু থিমে। এই পুজোতে ছাত্র ছাত্রীরা ছাড়াও বড়… Read More
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বীরভুম ও বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ… Read More
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- দীর্ঘ দু'বৎসর ধরে করোনার কারণে দক্ষিণ-পূর্ব রেলওয়ের রাঁচি ডিভিশনের সুইসা স্টেশনে অন্যান্য ট্রেনের সাথে সাথে… Read More
রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:- মাদলের ছন্দে,মেতে উঠুন আনন্দে।মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলার আয়োজন করা হয় সালানপুর… Read More
This website uses cookies.