সংবাদদাতা,নদীয়া:

অদ্বৈত আচার্যের গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী মহারাজ, ঈশ্বরপুরী পাদ হলেন মাধবেন্দ্রপুরী মহারাজের প্রথম শীষ্য।

ঈশ্বর পরিবারের শীষ্য ছিলেন শ্রীচৈতন্যদেব।

তাই শ্রীচৈতন্যদেবের পরম গুরু ঈশ্বরপুরিপাদেদের তিরোধান তিথি উৎসব প্রতিবছরের মতো এবছরও মহাসমারোহে পালিত হচ্ছে নদীয়ার শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ অঙ্গনে।

জানা যায় এই উৎসব প্রথম সূচনা করেছিলেন অদ্বৈত আচার্য, এবং সেই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু।

তিনি শান্তিপুরে সেদিনকে অবস্থানও করেছিলেন ।তাই তিনি এই উৎসব প্রসঙ্গে বরদান করে বলেছিলেন, এই উৎসবে যে সমস্ত ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করবে ,তারা গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন।
ভাগবত অনুসারে আজকের এই বিশেষ তিথিতে কোন ব্যক্তি অদ্বৈত পাঠে বসে প্রসাদ গ্রহণ করলেই তিনি গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন।

বর্তমানে এই অনুষ্ঠান পুরোপুরি পরিচালনা করে ইসকন মায়াপুর।
মায়াপুর ইসকনের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে এদিন সামিল হতে দেখা গেল স্থানীয় দের পাশাপাশি দেশ বিদেশের অসংখ্য ভক্ত।

পাশাপাশি বহু বিদেশি পর্যটক থা ভক্ত কে এদিন
নিজে হাতে প্রসাদ বিতরণ করতেও দেখ গেছে।
আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা তথা রাজ্যের বহু প্রান্ত থেকে ভক্তগণের জমায়েত হয়েছে এই অদ্বৈত পাঠে।

ইসকন সূত্রে খবর ৫০ হাজার ভক্তের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে ইসকন। রাত্রির আটটা পর্যন্ত চলবে প্রসাদ বিতরণ। তার সাথে চলবে অদ্বৈত আচার্য এবং ঈশ্বর পুরিপাদের বিশেষ পূজা ,আরতি এবং ভাগবত পাঠ।

এদিন এই অনুষ্ঠানে এসে বিদেশি ভক্তরা জানান, তারা অত্যন্ত খুশি এরকম এক সুন্দর মনোরম পরিবেশে এসে কৃষ্ণ নাম জপ করতে পেরে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর( বর্তমান শান্তি পুরের বিধায়ক) ডক্টর ব্রজ কিশোর গোস্বামী। তিনি জানান, এদিনের এই অনুষ্ঠান বহু বছর ধরে হয়ে আসছে।

মানুষ এখানে এসে নাম গানে মত্ত হয়ে প্রসাদ গ্রহণ করে। কারণ এখানে প্রসাদ গ্রহণ করলে গোবিন্দ ভাব জাগ্রত হয় মানুষের।

আর দোল উৎসবের প্রাক মূহুর্তে এই উৎসবকে কেন্দ্র করে রানাঘাট পুলিশ জেলার তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। পুলিশ সূত্রে খবর
এই অনুষ্ঠানে কোন রকম অপ্রিতিকর দূর্ঘটনা এরানোর জন ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে সরজমিনে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ,এসডিপিও শৈলজা দাস, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার সি আই সহ একাধিক পুলিশ আধিকারিকরা ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *