সঙ্কেত ডেস্ক:ইউপিএসসি নিয়োগ (UPSC Recruitment) ইস্য়ুতে রাহুল গান্ধী (Rahul Gandhi)-দের দাবির পর বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ৪৫টি পদে উচ্চপদস্থ আমলা নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (ইউপিএসসি) নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ইউপিএসসির ওই বিজ্ঞাপন একটি রাজনৈতিক বিতর্ক তৈরির পরে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার ইউপিএসসিকে ওই বিজ্ঞপ্তি বাতিল করতে বলেছে।
গত ১৭ আগস্ট, ইউপিএসসি ২৪টি কেন্দ্রীয় মন্ত্রকে যুগ্মসচিব, পরিচালক এবং উপসচিব পদে ‘ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের জন্য প্রতিভাবান এবং অনুপ্রাণিত ভারতীয় নাগরিকদের’কে আবেদনের জন্য আহ্বান করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞাপন বিরোধী দল এবং এনডিএ সরকারে বিজেপির মূল শরিক জেডি(ইউ) এবং এলজেপিকে ক্ষুব্ধ করেছিল। ওই শরিক দলগুলো এই পদক্ষেপের বিরোধিতা করেছিল। যাতে রাজনৈতিক জল্পনা তৈরি হয়।
কেন্দ্র সরকারের উচ্চপদস্থ আধিকারিক পদে নিয়োগের এমন নির্দেশিকা জারির পর বিরোধীরা বিশেষ করে সরব হয়েছিলেন কংগ্রে সাংসদ রাহুল গান্ধী। এমনকী বিজেপি-র জোট শরীক এলজেপি সাংসদ তথা কেন্দ্রীয় চিরাগ পাসোয়ানও দাবি করেছিলেন, সংরক্ষণ ছাড়া কোনও সরকারি পদে নিয়োগ করা যাবে না।
ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ৪৫টি পদে উচ্চপদস্থ আমলা নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (ইউপিএসসি) নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ইউপিএসসির ওই বিজ্ঞাপন একটি রাজনৈতিক বিতর্ক তৈরির পরে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার ইউপিএসসিকে ওই বিজ্ঞপ্তি বাতিল করতে বলেছে।
এই ব্যাপারে ইউপিএসসি (UPSC) চেয়ারপার্সন প্রীতি সুদানের কাছে একটি চিঠিতে, কর্মী ও প্রশিক্ষণ বিভাগের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ‘সামাজিক ন্যায়বিচারের প্রতি সাংবিধানিক আদেশ বহাল রাখা গুরুত্বপূর্ণ। যাতে, প্রান্তিক সম্প্রদায়ের যোগ্য প্রার্থীরা সরকারি পরিষেবাগুলোতে তাদের ন্যায্য প্রতিনিধিত্ব পান। যেহেতু এই পদগুলোকে বিশেষ হিসেবে বিবেচনা করা হয়েছে। একজন ক্যাডার হিসেবে মনোনীত করা হয়েছে, তাই এই সব নিয়োগে সংরক্ষণের কোনও বিধান নেই।’