March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৭ ফেব্রুয়ারি

সঙ্কেত ডেস্ক: রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দুটি বড় পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। এই দুটি পরীক্ষা হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশন মাধ্যমে জানানো হয়েছে যে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ। ঐদিন সকাল ১০ টা থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় জেলাভিত্তিক আঞ্চলিক অফিস থেকে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে। পরবর্তী সময়ে প্রতিটি বিদ্যালয়ের নির্দেশ অনুসারে ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

রাজ্যের ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের পরবর্তী লক্ষ্য নির্ধারণের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।২০২৫ সালে মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ওই মাসের ১৮ তারিখ পর্যন্ত।
পরীক্ষার দিন গুলিতে সকালে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী পরীক্ষা চলবে বলে জানানো হয়েছে। তবে বিশেষ কিছু বিষয় যেমন- হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে মোট ২ ঘন্টার পরীক্ষা আয়োজন করা হয়েছে।প্রসঙ্গত, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বশেষ বার্ষিক নিয়মে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। পরবর্তী বছর থেকে সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীরা, যারা ২০২৪ সালে মাধ্যমিক পাস করেছিলেন তারা প্রথমবারের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেমিস্টার সিস্টেমের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন।

উল্লেখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক এক মাস আগেই, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্যের । মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ হতে চলেছে জানুয়ারি মাসের ৩০ তারিখে। যেখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় অ্যাডমিট কার্ড বিতরণী ক্যাম্পের মাধ্যমে বিদ্যালয়গুলির কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হবে। এরপরে বিদ্যালয়ের নিয়ম অনুসারে ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড পাবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.