দেবব্রত বাগ – ঝাড়গ্রাম
উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনের শেষে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বাহারুনা জঙ্গল এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল এক পরীক্ষার্থী বোঝাই মারুতি গাড়ি।ঘটনায় গুরুতর জখম গাড়ি চালক সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা জানা গিয়েছে, জামবনি ব্লকের চিঁচড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছিল গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া হাইস্কুলে। প্রথম দিনের পরীক্ষা শেষে চিঁচড়া হাইস্কুলের পরীক্ষার্থীদের একটি ওমিনি গাড়িতে গোপীবল্লভপুর ফেঁকো ৯ নম্বর রাজ্য সড়ক ধরে বাড়ি ফেরার সময় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের বাহারুনা জঙ্গলে ছাত্রছাত্রীদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অপর একটি চারচাকার গাড়ি।ঘটনায় গুরুতর জখম হন পরীক্ষার্থীদের বেশ কয়েকজন এবং তাদের গাড়ির চালক । সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ছাত্রছাত্রীদের গাড়ি চালক ও এক পরীক্ষার্থীকে রেফার করা হয় ঝাড়গ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে।