সংবাদদাতা, হাওড়া: উদয়নারায়নপুরের বিভিন্ন বন্যা কবলিত এলাকার অসহায় মানুষজন দের হাতের ত্রাণ সামগ্রী তুলে দিলো পুলিশ। জানা গেছে DVC র ছাড়া জলে জলের তলায় সমগ্র উদয়নারায়নপুর। আর তার কারণে উদয়নারায়ণপুরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকার বাড়ি রাস্তাঘাট জলের তলায়। ফলে বহু মানুষজন আশ্রয় নিয়েছে কেউ ছাদে বা কেউ ত্রাণ সেন্টারে। এমত অবস্থায় উদয়নারায়নপুরের বিভিন্ন এলাকার মানুষজনদের চরম দুর্ভোগকে পড়তে হয়েছে। খাবার ও পানীয় জলের হাহাকার দেখা দেয়। খবর যায় উদয়নারায়নপুর থানায় পাশাপাশি খবর যায় এস পি অফিসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন হাওড়া জেলা পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া তিনি উদয়নারায়নপুর থানার ওসি কে সঙ্গে নিয়ে উদয়নারায়নপুরের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যা কবলিত অসহায় মানুষজনদের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রীর ও রান্না করা খাবার তাদের হাতে তুলে দেন। পুলিশের এই বিপদে পাশে দাঁড়ানো দেখে দেখে খুশি সাধারণ মানুষজন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পুলিশ সুপার সাথী ভাঙ্গালিয়া, উদয়নারায়নপুর থানার ওসি সৌমেন গাঙ্গুলী সহ থানার অন্যান্য আধিকারিকরা।