সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- কেশপুরে ৩৪ বছর বাম সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি, তাই বর্তমান সরকারের উন্নয়ন এতটাই হয়েছে তাতে কেশপুরের মানুষ আশীর্বাদস্বরূপ এক লক্ষ্যেরও বেশি ভোট দিয়ে দীপক অধিকারী কে জিতিয়েছে। ইতিমধ্যেই কেশপুরে ১৫০ কিলোমিটার রাস্তা হবে বলেও জানান পঞ্চায়েতের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা। পাশাপাশি তিনিই বলেন গোটা কেশপুর জুড়ে ১০০ কোটি টাকার রাস্তা তৈরি হবে, ইতিমধ্যেই তা পঞ্চায়েত দপ্তর থেকে জেলাশাসকের হাত দিয়ে বিডিওর কাছে সার্ভে করার চিঠি পৌঁছে গেছে। কেশপুরের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিপুল ভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করার জন্য। কেশপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়ী উৎসব পালন অনুষ্ঠানে এসে বলেন শিউলি সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশপুরের বিধায়কা তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলার মহিলা সভানেত্রী তনয়া দাস, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোরাই, এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্জয় পান, শ্যামল আচার্য, উত্তমানন্দ ত্রিপাঠী ও অঞ্চল এবং ব্লকের নেতৃত্বরা। এছাড়াও শিউলি সাহা বলেন, যিনি কেশপুরে দাঁড়িয়ে কেশপুরকে “পাকিস্তান” বলেছিলেন, তাকে আমি বিধানসভায় গিয়ে প্রশ্ন করব? আপনি তো একজন জনপ্রতিনিধি, কিভাবে এই কথা গুলো বলেন। হিরনের নাম না করে কেশপুর থেকে কটাক্ষ শিউলি সাহার। বিরোধী দলনেতাকেও তিনি খেজুরির ঘটনা নিয়ে তোপ দাগেন। সেই সঙ্গে তিনি আরো বলেন কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে নিয়ে গিয়ে, রাজভবনে বলেছেন কেশপুরে বিরোধীরা নাকি বাড়ি ছাড়া। এইসব মিথ্যাচার করে লাভ হবে না। এসে দেখে যান, এখানের মানুষ কত আনন্দে রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *